সাম্প্রতিক বিভিন্ন কারণে বৈশ্বিক অর্থনৈতিক সংকট চলছে। আমদানি-রপ্তানির ক্ষেত্রে বিভিন্ন দেশের বিভিন্ন নির্দেশনায় একটি অসামঞ্জস্যতা তৈরী হয়েছে। রাশিয়া- ইউক্রেন যুদ্ধ ও কোভিড পরবর্তী অবস্থা এটিতে বিশেষ ভূমিকা রাখছে। পাশাপাশি বৈশ্বিক জলবায়ু পরিবর্তন পরিস্থিতির কৃষি উৎপাদনে প্রভাব থাকায় কৃষিপণ্যের আমদানি-রপ্তানিও স্বাভাবিক নেই। বাংলাদেশে ভোজ্যতেলসহ আমদানি নির্ভর কৃষি পণ্যে এর প্রভাব স্পষ্ট। অনাবৃষ্টি ও খরায় আর্জেন্টিনায় ভোজ্যতেল রপ্তানির উপর নিষেধাজ্ঞা দিয়েছে। পাশাপাশি যুদ্ধেরও স্পষ্ট প্রভাব রয়েছে।
রপ্তানির সাপেক্ষে আমদানি ব্যয় তুলনামূলক বেশি হওয়া, বিদেশে অর্থপাচার বেড়ে যাওয়া, রেমিটেন্স কমে যাওয়া, হুন্ডি বাজার চাঙ্গা হওয়াসহ বেশ কিছু কারণে বাংলাদেশের যে বৈদেশিক রিজার্ভ, সেটির পরিমাণ কমে যাচ্ছে। বিষয় যথেষ্ট গুরুতর না হলেও দীর্ঘমেয়াদে এই কমে যাওয়ার প্রবণতাকে গুরুত্ব দিতে হবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box