মন্ত্রীর স্ত্রী কি আইনের উর্দ্ধে?




টিটি কে যার কথায় (মন্ত্রীর স্ত্রী) বরখাস্ত করা হলো, তার বিরুদ্ধে দেশের আইন- আদালত ক্ষমতার অপপ্রয়োগের অপরাধে কেন কোন শাস্তিমুলক ব্যবস্থা নিচ্ছে না? সেই মন্ত্রী তো তার এই পদে থাকার সমস্ত যোগ্যতা হারিয়ে ফেলেছেন। যিনি কিনা নিজের পরিবারকে সামলাতে পারেন না, পরিবার তার অগোচরে তার ক্ষমতার অপপ্রয়োগ করছেন,  তাকে দিয়ে এরকম আপাদমস্তক দুর্নীতিগ্রস্থ একটা মন্ত্রণালয় কিভাবে চালানো সম্ভব সেটি আমার বুঝে আসে নি। শুনলাম যে কর্মকর্তা বরখাস্তের আদেশ দিয়েছিলেন, তাকেও শোকজ করা হয়েছে। সেটি যথার্থ। তার বিরুদ্ধে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। কিন্তু যিনি তাকে এটি করতে বাধ্য করলেন সেই মন্ত্রীর স্ত্রী, তার বিরুদ্ধে কি কোন ব্যবস্থা নেয়া হবে না? মন্ত্রীর স্ত্রী এর বিরুদ্ধে রাষ্ট্র কি ব্যবস্থা গ্রহণ করবে, সেটি আলোচ্য বিষয়। কেন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না,  সেটি জানা নাগরিক হিসেবে আমার অধিকার। তিনি সুস্পষ্ট অপরাধ করেছেন। জানা নেই, মন্ত্রীর ক্ষমতা ব্যবহার করে তিনি আরও কোন অপরাধ, দুর্নীতি করেছেন কিনা? তাকে গ্রেফতার করে রিমান্ডে নিলেই সব বেরিয়ে আসবে। তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ জরুরি। 

মন্তব্যসমূহ