কবে বিশ্ববিদ্যালয়গুলো শুধু শিক্ষা ও গবেষণার ঘাঁটি হবে?


 কবে বিশ্ববিদ্যালয়গুলো শুধু শিক্ষা ও গবেষণার ঘাঁটি হবে?

একটা খারাপ সিস্টেমের মধ্যে থেকে তার বিভিন্ন ঘটনাগুলোকে নিন্দা করবেন, খারাপ বলবেন কিন্তু সিস্টেমটার পরিবর্তন চাইবেন না, এটি দ্বিচারিতা। সিস্টেমটাই যেহেতু খারাপ, ভালো আউটপুট আশা করবেন কীভাবে? উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শুধুই যদি শিক্ষা ও গবেষণা হত, তবে বিশ্ববিদ্যালয়গুলো দেশ উন্নয়নে আরো অবদান রাখতে পারতো।উচ্চ শিক্ষায় বাংলাদেশের অবস্থান পাকিস্থানেরও পরে, এটিই তিক্ত সত্য। বিশ্ব র‌্যাংকিং এর দিকেই তাকালেই এটি স্পষ্ট হয়।ভারতের ৭০ টিরও বেশি বিশ্ববিদ্যালয়, পাকিস্থানের ২০ টিরও বেশি বিশ্ববিদ্যালয় এ র‌্যাংকিং এ স্থান পেলেও বাংলাদেশের মাত্র ০৩ টি বিশ্ববিদ্যালয় এতে স্থান পেয়েছে। আমাদের থেকে পিছিয়ে থাকা অনেক দেশেও এতদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে নি। ইউনেস্কোর একটা প্রতিবেদনে তাই দেখলাম। শিক্ষা ও গবেষণায় পিছিয়ে থেকে অন্য যেকোন উন্নয়নই টেকসই হয় না। তারপরও স্বপ্ন দেখি একদিন হয়তো বিশ্ববিদ্যালয়গুলো শুধুই শিক্ষা ও গবেষণার কেন্দ্র হবে। যে চক্রে বিশ্ববিদ্যালয়গুলো ঘুরছে সেটি থেকে বেরোনো অনেকটা অসম্ভবের কাছাকাছি।

মন্তব্যসমূহ