ইলেকশন কমিশন : ভারত

মোদির দ্বিতীয় মেয়াদে কর্নাটকে বিজেপির যে ভরাডুবি হলো, সেটি ভারতের গণতন্ত্র কতটা শক্তিশালী তো নির্দেশ করে। দেশে দেশে যেভাবে ভোট ব্যাবস্থা কে অকার্যকর করে দেয়া হচ্ছে, নির্বাচন কমিশন কে পক্ষপাতদুষ্ট আচরণের জন্য অভিযুক্ত করা হচ্ছে, সেখানে ভারতের ক্ষমতাসীনদের এই পরাজয় 'সুষ্ঠু ভোটের' বার্তা বহন করে। উন্নয়নশীল দেশগুলোর প্রধান সমস্যা হচ্ছে দুর্নীতি যেটি আসে জবাবদিহিতা না থাকার কারণে। একটি অগণতান্ত্রিক রাষ্ট্রে প্রথম যেটিতে ধস নামে সেটি হলো জবাবদিহিতা। 

মন্তব্যসমূহ