বুদ্ধিজীবি না বুদ্ধিব্যবসায়ী

বুদ্ধিবৃত্তিক দৈন্যতার নগ্নরূপ আজ উন্মুক্ত

 দিন আগেও চিৎকার শুনেছি ঠিক বেঠিক নিয়ে

তখন মনে হয়েছিলো এরা তো সমাজের বিবেক,

হয়তো ঠিকই বলেছেন,

 অথচ আজ এত বড় অন্যায়ে তাদের শুনশান নিরবতা,

 তখন মনে হল এদের প্রত্যেকেরই খোলস থাকে,

স্বার্থের টানে একই মানুষ বিভিন্ন চরিত্রে অভিনয় করে

 কখনো নীতিকথা শোনায়, কখনো খোলস পাল্টে বেরিয়ে এসে অনেক কিছুই করে

এখন এদের কোন কথাই আর কাউকে টানে না,

কেননা এদের বিবেকের বাটখারা একদিকে হেলানো

বুদ্ধিবৃত্তিক দৈন্যতার নগ্নরূপ আজ উন্মুক্ত

 এদেরকে বুদ্ধিজীবি নয়, বুদ্ধিব্যবসায়ী বলাই শ্রেয়


মন্তব্যসমূহ