আপোষের সত্য

সত্য ও স্বার্থ অঙ্গাঅঙ্গিভাবে জড়িত
স্বার্থের সাথে সাংঘর্ষিক হলে সত্য উচ্চারিত হয় না,
আমরা শুধু বেছে বেছে সেই সত্যই বলি যা নিরাপদ, স্বার্থকে রক্ষা করে, যা আমার জন্য ভালো।
এটাকেই বোধ হয় বলে, সত্যের সাথে আপোষ।
যত বেশী আপোষ, তত বেশী ভাল থাকার সম্ভাবনা।
আসুন আমরা ভাল থাকি। সবাই মিলে ভাল থাকি।

মন্তব্যসমূহ